Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

যুক্তরাষ্ট্রে ডেল্টার চেয়ে অমিক্রনে মৃত্যু বেশি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩:৩০, ২৩ ফেব্রুয়ারি ২০২২

যুক্তরাষ্ট্রে ডেল্টার চেয়ে অমিক্রনে মৃত্যু বেশি

যুক্তরাষ্ট্রে অমিক্রনের প্রকোপ কমছে। কিন্তু ডেলটা ধরনের তুলনায় দেশটিতে অমিক্রনে প্রাণহানি হয়েছে বেশি। সিয়াটল টাইমসের হিসাব অনুযায়ী, যুক্তরাষ্ট্রে ২০২১ সালের ১ আগস্ট থেকে ৩১ অক্টোবর পর্যন্ত করোনার ডেলটা ধরনের প্রকোপ ছিল। 

তখন দেশটিতে নতুন করে ১ কোটি ৯১ লাখ ৭ হাজার ৫৯০ জনের করোনা শনাক্ত হয়। করোনায় সংক্রমিত ১ লাখ ৩২ হাজার ৬১৬ জন প্রাণ হারান। 

করোনায় মৃত্যুর তুলনা করে দেখা গেছে, যুক্তরাষ্ট্রে ডেলটার চেয়ে অমিক্রনের প্রকোপের সময় প্রাণহানি ছিল ১৭ শতাংশ বেশি। প্রতিবেদনে বলা হয়েছে, প্রাণহানির এ হিসাব দেশটির করোনা পরিস্থিতির ক্রমাগত অবনতির বিষয়টি তুলে ধরেছে।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ