
রাশিয়ার ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ইউক্রেনে রাশিয়ার সাম্প্রতিক কর্মকাণ্ডের ভিত্তিতে শিগগিরই এই নিষেধাজ্ঞা কার্যকর করা হবে।
ইউক্রেনের ক্রেমলিন সমর্থিত দুটি বিচ্ছিন্নতাবাদী এলাকায় রাশিয়ার সৈন্য মোতায়েনে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশের জবাবে প্রাথমিক সাবধানতার অংশ হিসেবে ওয়াশিংটন এই নিষেধাজ্ঞা জারি করতে যাচ্ছে।
হোয়াইট হাউসের এক মুখপাত্র বলেন, ‘আমরা মস্কোর আজকের সিদ্ধান্ত ও পদক্ষেপের জবাবে কাল রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করছি।
এ ব্যাপারে আমরা আমাদের মিত্র দেশ ও অংশীদারদের সাথে সমন্বয় করছি।’ এদিকে, একই বিষয়ে রাশিয়ার কঠোর সমালোচনা করেছে যুক্তরাজ্য ও ফ্রান্স।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।