Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

পুতিনের সঙ্গে বৈঠকের ব্যাপারে সম্মতি দিলেন বাইডেন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০০:৩৪, ২২ ফেব্রুয়ারি ২০২২

পুতিনের সঙ্গে বৈঠকের ব্যাপারে সম্মতি দিলেন বাইডেন

পশ্চিমের দেশসমূহের সামরিক জোট ন্যাটোকে ঘিরে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যে যুদ্ধাবস্থা তৈরি হয়েছে, তা থেকে উত্তরণে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসতে ‘নীতিগত সম্মতি’ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। 

আজ ২১ ফেব্রুয়ারি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। 

ফ্রান্সের প্রেসিডেন্টের আহ্বানে সাড়া দিয়ে হোয়াইট হাউস থেকে এক বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নীতিগতভাবে রুশ প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করতে সম্মত আছেন, কিন্তু এক্ষেত্রে শর্ত হচ্ছে- ইউক্রেনে আগ্রাসনের পরিকল্পনা থেকে সরে আসতে হবে রাশিয়াকে। 

বিবৃতিতে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি বলেন, ‘আমরা সবসময়ই কূটনৈতিক আলোচনার জন্য প্রস্তুত আছি। কিন্তু রাশিয়া যদি যুদ্ধ বেছে নিতে চায়, তাহলে পরিস্থিতি মোকাবেলায় আমাদের প্রস্তুতি রয়েছে।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ