
নিউজার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে ধর্মসভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৫ ফেব্রুয়ারি সিটির প্রবাসী হিন্দু সম্প্রদায়ের উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়।
ওইদিন সন্ধ্যায় আটলান্টিক সিটির ১০৯ উত্তর ফ্লোরিডা এভিনিউর ভেনুতে অনুষ্ঠিত ধর্মসভার বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল গীতা থেকে পাঠ, সমবেত প্রার্থনা, ভজন ও কীর্তন।
এতে উপস্থিত ছিলেন- আটলান্টিক সিটির পুলিশ কর্মকর্তা সুমন মজুমদার, প্রদীপ দে, সুপ্রীতি দে, তৃপ্তি সরকার, সজল দাশ, মিনু নন্দী, ধীমান পাল, শুক্লা পাল, সুমি মজুমদার, দীপা দে, বিনোদ ভেলোর, রানা দাশ, সজল চক্রবর্তীসহ আরও অনেকে।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।