Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

সৌদি আরবকে পূর্ণ সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন বাইডেন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০০:১৩, ১১ ফেব্রুয়ারি ২০২২

সৌদি আরবকে পূর্ণ সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন বাইডেন

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের পাল্টা হামলার মুখে সৌদি সরকারের প্রতি ফের পূর্ণ সমর্থন ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। গতকাল ৯ ফেব্রুয়ারি সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের সঙ্গে টেলিফোন আলাপে রিয়াদের প্রতি ওয়াশিংটনের প্রতিশ্রুত সমর্থনের কথা ব্যক্ত করেন তিনি।

একইসঙ্গে তিনি ইয়েমেন যুদ্ধ অবসানের জন্য জাতিসংঘের প্রচেষ্টার প্রতিও সমর্থন দেওযয়র অঙ্গীকার ব্যক্ত করেন। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতকে লক্ষ্য করে সম্প্রতি হুথিদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা বেড়েছে। এমন পরিস্থিতির মধ্যেই সৌদিকে পাশে থাকার কথা জানালেন মার্কিন প্রেসিডেন্ট। 

২০১৪ সালে হুথি বিদ্রোহীরা ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে উৎখাত করে দেশটির উত্তরাঞ্চলের নিয়ন্ত্রণ নেয়। ২০১৫ সালে ইয়েমেনি সরকারকে সহযোগিতা এবং বিদ্রোহীদের দমনের লক্ষ্যে ইয়েমেন যুদ্ধে যোগ দেয় সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ