Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

ট্রাকচালকদের বিক্ষোভে যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্ত ক্রসিং বন্ধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০০:২২, ১০ ফেব্রুয়ারি ২০২২

ট্রাকচালকদের বিক্ষোভে যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্ত ক্রসিং বন্ধ

কানাডা থেকে যুক্তরাষ্ট্রে যাওয়ার ব্যস্ততম সীমান্ত ক্রসিং বন্ধ করে দিয়েছে আন্দোলনরত কানাডার ট্রাকচালকেরা। করোনাভাইরাস সংক্রান্ত বিধিনিষেধের বিরুদ্ধে চলমান আন্দোলনের অংশ হিসেবে গত ৭ ফেব্রুয়ারি সীমান্ত পার হওয়ার লেন বন্ধ করে দেয় তাঁরা। 

কানাডার রাজধানী অটোয়ার উপপুলিশ প্রধান স্টিভ বেল বলেছেন, অবরোধে অংশ নেওয়া অনেক ভারী যানবাহন অচল করে দিয়েছে পুলিশ। 

কানাডার জননিরাপত্তা বিষয়ক মন্ত্রী মার্কো মেন্ডিসিনো বলেছেন, তিনি সীমান্তবর্তী শহর উইন্ডসরের মেয়র ও স্থানীয় আইন প্রণেতাদের সঙ্গে যোগাযোগ করছেন। 

তিনি বলেন, অ্যাম্বাসেডর সেতু কেন্দ্র করে সরবরাহ ব্যবস্থা সচল রাখতে আমরা কাজ চালিয়ে যাচ্ছি। কানাডার ৭৫ শতাংশ রপ্তানি পণ্য যুক্তরাষ্ট্রে পাঠানো হয়। আর এই সেতুটি দিয়ে প্রতিদিন প্রায় ৮ হাজার ট্রাক পারাপার হয়।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ