Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

মিশিগানে বিশ্ব হিজাব দিবস পালনের প্রস্তাব পাস

রফিকুল হাসান চৌধুরী তুহিন

প্রকাশিত: ২২:৪৪, ৭ ফেব্রুয়ারি ২০২২

আপডেট: ২২:৪৫, ৭ ফেব্রুয়ারি ২০২২

মিশিগানে বিশ্ব হিজাব দিবস পালনের প্রস্তাব পাস

মিশিগান অঙ্গরাজ্যে বিশ্ব হিজাব দিবস পালনের প্রস্তাব পাস হয়েছে। যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি অঙ্গরাজ্যে ২০১৩ সাল থেকে প্রতিবছর ১ ফেব্রুয়ারি দিবসটি পালিত হয়ে আসছে। তবে মিশিগানে সরকারিভাবে এতদিন এটি পালিত হচ্ছিল না। এবার এ সংক্রান্ত প্রস্তাব পাস হলো। 

চ্যানেল-৭৮৬ এর মিশিগান প্রতিনিধি রফিকুল হাসান চৌধুরী তুহিন জানান, সম্প্রতি রাজ্যসভায় সিনেটের স্টেফানি চ্যাং কর্তৃক উপস্থাপিত এ সংক্রান্ত একটি প্রস্তাব কণ্ঠভোটে পাস হয় । এতে করে মিশিগানের মুসলিম নারীদের দীর্ঘদিনের দাবির বাস্তবায়ন ঘটলো। 

মিশিগানে সরকারিভাবে বিশ্ব হিজাব দিবসের পালনের স্বীকৃতির জন্য দীর্ঘদিন ধরে নানাভাবে প্রচারণা, লবিং, দেন-দরবার ও চিঠি চালাচালি করে আসছিলেন বাংলাদেশি বংশোভূত সুপরিচিত ব্যক্তিত্ব ও কমিউনিটি এক্টিভিস্ট রেবেকা ইসলাম। 

তিনি বলেন, এটা অত্যন্ত খুশির খবর। এর সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাতে চাই। সিনেটর চ্যাং বলেন, হিজাব পরিধান এবং মুসলিম নারীদের সংহতি প্রকাশ করতে পেরে আমরাও আনন্দিত।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ