
চলতি বছরে চাঙ্গা হতে শুরু করেছে যুক্তরাষ্ট্রের চাকরির বাজার। জানুয়ারিতে রেকর্ড সংখ্যক নতুন পদ তৈরি হয়েছে। করোনার নতুন ধরন ওমিক্রনের বাড়বাড়ন্তের মধ্যেও চাকরির বাজার দ্রুত ঘুরে দাঁড়াতে শুরু করেছে।
গতকাল ৫ ফেব্রুয়ারি সিএনএনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। জানা গেছে, গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্রে প্রায় পাঁচ লাখ নতুন পদ তৈরি হয়েছে। যা প্রত্যাশার চেয়ে অনেক বেশি। কারণ এর আগে পূর্বাভাসে বলা হয়, এ সময় মাত্র দেড় লাখ পদ তৈরি হতে পারে।
তবে এ সময় বেকারত্বের হার তিন দশমিক নয় শতাংশ থেকে বেড়ে চার শতাংশ হয়েছে, ২০২১ সালের জুনের পর যা সর্বোচ্চ।
প্রতিবেদনে বলা হয়, রেস্তোরাঁ ও বার যোগ করেছে এক লাখ চাকরি। অন্যদিকে লজিস্টিক ও ব্যবসাখাতেও বেড়েছে নতুন পদ। ডিসেম্বরেও দেশটিতে উল্লেখযোগ্য সংখ্যক পদ তৈরি হয়।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।