
যুক্তরাষ্ট্রে রেকর্ডসংখ্যক কর্মী চাকরি ছেড়েছেন। শ্রম পরিসংখ্যান ব্যুরো জানিয়েছে, গত ডিসেম্বরে দেশটিতে ৪০ লাখেরও বেশি মানুষ চাকরি ছেডে দিয়েছেন। কর্মস্থল ছাড়ার এ সংখ্যা নভেম্বরে আরও ৫০ হাজার বেশি ছিল।
সব মিলিয়ে ২০২১ সালে দেশটিতে মোট ৬ কোটি ৮৯ লাখ কর্মী চাকরি ছেড়েছেন। এর মধ্যে ৪ কোটি ৭৪ লাখ কর্মী স্বেচ্ছায় পদত্যাগ করেন। বাকিদের ছাঁটাই করা হয়েছে।
চাকরি ছাড়ার এ সংখ্যা বিগত বছরগুলোর চেয়ে অনেক বেশি। ২০২০ সালে ৩ কোটি ৬৩ লাখ লোক চাকরি ছেড়েছিলেন। আর ২০১৯ সালে এই সংখ্যা ছিল ৪ কোটি ২১ লাখ।
অর্থনীতিবিদেরা বলছেন, লক্ষ লক্ষ কর্মী ভালো বেতন, নগদ প্রণোদনা বা আরও ভালো সুবিধার জন্য চাকরি ছেড়েছেন। এছাড়া করোনার কারণে পরিবারের শিশু কিংবা বয়স্কদের যত্ন নেওয়ার জন্য অনেকে শ্রমবাজার ছেড়ে দিয়েছেন।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।