Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

৫ বছরের কমবয়সী শিশুদের জন্য যুক্তরাষ্ট্রে টিকার অনুমোদন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০০:২৮, ৩ ফেব্রুয়ারি ২০২২

৫ বছরের কমবয়সী শিশুদের জন্য যুক্তরাষ্ট্রে টিকার অনুমোদন

করোনাভাইরাস মহামারি প্রতিরোধে এবার ৫ বছরের কমবয়সী শিশুদের জন্য কোভিড-১৯ টিকার অনুমোদন দেওয়ার কথা ভাবছে যুক্তরাষ্ট্র। করোনা টিকার বাইরে থাকা অতি অল্পবয়সী শিশুদেরও এবার টিকার আওতায় আনার কথা চিন্তা করছে দেশটির স্বাস্থ্যবিষয়ক নীতিনির্ধারকরা। 

৫ বছরের কমবয়সী শিশুদেও টিকার অনুমোদনের জন্য গতকাল পহেলা ফেব্রুয়ারি আবেদনের প্রক্রিয়া শুরু করেছে ফাইজার-বায়োএনটেক। এরপরই বিষয়টি বিবেচনায় নেয় মার্কিন স্বাস্থ্য কর্তৃপক্ষ। চলতি মাসের মধ্যেই এ বিষয়ে সিদ্ধান্ত হতে পারে বলে আশা করা হচ্ছে। 

বায়োএনটেক জানায়, খাদ্য ও ওষুধ বিষয়ক প্রধান নিয়ন্ত্রক সংস্থা ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের জরুরি জনস্বাস্থ্যবিষয়ক প্রয়োজনীয়তা পূরণের তাগিদেই এই আবেদন প্রক্রিয়া শুরু করা হয়েছে।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ