
রোহিঙ্গা সংকটের শুরু থেকেই অসহায় গোষ্ঠীটির পাশে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক চ্যারিটি সংস্থা বাসমাহ। সেই ধারাবাহিকতায় রোহিঙ্গাদের সহায়তার জন্য অর্থ সংগ্রহের উদ্দেশ্যে এবার সংস্থাটির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘হেল্প দেম সারভাইব’ শীর্ষক অনুষ্ঠান।
এর মাধ্যমে রোহিঙ্গা জনগোষ্ঠির জন্য বিত্তবানদের কাছে আর্থিক অনুদান সংগ্রহ করা হয়েছে। গত ২৯ জানুয়ারি এটি অনুষ্ঠিত হয় টেক্সাসের ডালাসের ক্রিস্টার ব্যাঙকুইট হলে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ইমাম সিরাজ ওয়াহহাজ এবং ইমাম খালিদ লতিফ। এছাড়া আলোচনায় অংশ নেন শায়েক আব্দুর রউফ আল খালেদেহ, ইমাম জাকির আহমেদ, কারি আবদেল করিমসহ আরও অনেকে।
ইমাম জাকির আহমেদ জানান, আল্লাহর অশেষ কৃপায় এই অনুষ্ঠানের মাধ্যমে রোহিঙ্গা শরণার্থীদের জন্য ৩ লাখ ডলার সংগ্রহ করা সম্ভব হয়েছে। আশাকরি, বিত্তবানরা ভবিষ্যতেও এভাবে এগিয়ে আসবেন।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।