সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে তিনি পুনঃনির্বাচিত হলে গত বছর ক্যাপিটল হিলে হামলায় অংশ নেওয়ায় যারা অভিযুক্ত হয়েছেন তাদেরকে ক্ষমা করে দেবেন।
টেক্সাসের কনরোয়িতে অনুষ্ঠিত এক সমাবেশে ট্রাম্প বলেন, ‘যদি আমি আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করি এবং বিজয়ী হলে ৬ জানুয়ারির ঘটনায় যারা অংশগ্রহণ করেছেন তাদের ব্যাপারে নিরপেক্ষ তদন্ত করবো।
আমরা তাদের প্রতি যুক্তিযুক্ত আচরণ করবো এবং তাদের ক্ষমা করে দেয়ার প্রয়োজন হলে ক্ষমা করে দেবো। কারণ তাদের সাথে অন্যায় আচরণ করা হচ্ছে।’
২০২০ সালের নভেম্বরের নির্বাচনে প্রেসিডেন্ট জো বাইডেনের বিজয়ের অনুমোদন ঠেকানোর প্রচেষ্টার অংশ হিসেবে ক্যাপিটল হিলে ট্রাম্পের শত শত সমর্থক হামলা চালায়। এই ঘটনা তদন্তের অংশ হিসেবে ৭শরও বেশি লোককে গ্রেফতার করা হয়েছে।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।