
যুক্তরাষ্ট্রে পূর্ব উপকূলের কিছু অংশে ভারি তুষারপাতের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। রাস্তাঘাটে তুষারপাতের কারণে গাড়ি চলাচলে বিশৃঙ্খলা দেখা দিয়েছে। হাজার হাজার মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় দিন কাটাচ্ছেন।
ইতোমধ্যেই পাঁচটি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে। গত কয়েকদিনে প্রায় ৬ হাজার বিমানের ফ্লাইট বাতিল করা হয়েছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, নিউইয়র্ক এবং ম্যাসাচুসেটসে আঘাত হেনেছে শীতকালীন ঝড় নর'ইস্টার।
এর প্রভাবে ভারি তুষারপাত এবং আকস্মিক বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। জরুরি অবস্থা জারি করা রাজ্যগুলো হলো- নিউইয়র্ক, নিউ জার্সি, মেরিল্যান্ড, রোডে আইল্যান্ড এবং ভার্জিনিয়া।
নিউইয়র্কের কিছু কিছু অংশে দুই ফুট উচ্চতার বরফের স্তর দেখা গেছে। উত্তর-পূর্বাঞ্চলে তুষারঝড়ের সতর্কতা জারি করা হয়েছে। ২০১৮ সালের পর প্রথমবারের মতো এ ধরনের সতর্কতা জারি করা হলো।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।