Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

যুক্তরাষ্ট্রে সপ্তাহে ৪ দিন কাজের বিধান চালুর পরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০০:৪১, ৩০ জানুয়ারি ২০২২

যুক্তরাষ্ট্রে সপ্তাহে ৪ দিন কাজের বিধান চালুর পরিকল্পনা

নিউইয়র্কসহ গোটা যুক্তরাষ্ট্রে সপ্তাহে ৫ দিনের পরিবর্তে ৪ দিন কাজ করার বিধান চালুর চিন্তাভাবনা করা হচ্ছে। এটি কার্যকর হলে সপ্তাহের ৫ দিনে ৪০ ঘন্টা কাজের পরিবর্তে ৪ দিনে ৩২ ঘন্টা কাজ করতে হবে। 

এতে এমপ্লয়িরা ৩২ ঘন্টা কাজ করে পুরো সপ্তাহেরই বেতন পাবেন। ফেডারেল ও স্থানীয় সরকারগুলো এ ধরনের উদ্যোগের ফিজিবিলিটি স্টাডি শুরু করেছে। 

৫ দিনের পরিবর্তে ৪ দিন কাজ করলে কর্মশক্তির প্রভাব ইতিবাচক হয়। চূড়ান্ত ফলাফলে কর্মচারি ও প্রতিষ্ঠান উভয়েই লাভবান হয় বলে গবেষণায় পাওয়া গেছে। 

ইতিমধ্যে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও কানাডায় সপ্তাহে ৪ দিন কাজ পরীক্ষামূলকভাবে চালু হয়েছে। নিউইয়র্ক সিটিসহ যুক্তরাষ্ট্রের কয়েকটি রাজ্যে পরীক্ষামূলকভাবে তা চালুর প্রস্তাবও এসেছে।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ