Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো এইচআইভি টিকার ট্রায়াল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১:০৯, ২৯ জানুয়ারি ২০২২

যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো এইচআইভি টিকার ট্রায়াল

যুক্তরাষ্ট্রে বিশ্বের প্রথম এইচআইভি টিকার পরীক্ষামূলক ট্রায়াল শুরু হয়েছে। ট্রায়ালের প্রথম ধাপ পরিচালনার জন্য ইতোমধ্যেই ৫৬ জন স্বেচ্ছাসেবীকে বেছে নেওয়া হয়েছে, যারা স্বাস্থ্যবান ও এইচআইভি নেগেটিভ। 

টিকাটি প্রস্তুত করেছে মার্কিন ওষুধ ও টিকা উৎপাদনকারী কোম্পানি মর্ডানা। গতকাল ২৭ জানুয়ারি এক যৌথ বিবৃতিতে মডার্না ও ইন্টারন্যাশনাল এইডস ভ্যাকসিন ইনিশিয়েটিভস এই তথ্য নিশ্চিত করেছে। 

গত শতকের ১৯৮১ সালে যুক্তরাষ্ট্রে প্রথম এইডসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। ওই বছরই সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এই রোগের জন্য দায়ী ভাইরাস এইচআইভিও চিহ্নিত করে। 

গত ৪০ বছর ধরে এইডসের টিকা আবিষ্কারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন গবেষকরা। তবে এই প্রথম তাতে সাফল্যের দেখা মিলল।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ