Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

ফ্লোরিডা উপকূলে জাহাজ উল্টে নিখোঁজ ৩৯

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০০:২৪, ২৭ জানুয়ারি ২০২২

ফ্লোরিডা উপকূলে জাহাজ উল্টে নিখোঁজ ৩৯

ফ্লোরিডা উপকূলে জাহাজ উল্টে নিখোঁজ রয়েছেন অন্তত ৩৯ জন। ইউএস কোস্ট গার্ড কর্তৃপক্ষ তাদের খোঁজে এখনও অভিযান চালিয়ে যাচ্ছে। কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২২ জানুয়ারির ঘটনা হলেও জাহাজ উল্টে যাওয়ার বিষয়টি জানা গেছে গতকাল মঙ্গলবার। 

একজন জেলে সর্বপ্রথম সিটি অব ফোর্ট পিয়ার্সের ৪৫ মাইল দূরে জাহাজের ভাঙ্গা অংশ ধরে এক ব্যক্তিকে ভাসমান অবস্থায় দেখতে পান। 

পরবর্তীতে ওই ব্যক্তি জানান, জাহাজ নিয়ে দলটি বাহামাসের বিমিনি থেকে যাত্রা শুরুর এক পর্যায়ে বাজে আবহাওয়ার কবলে পড়ে। এ সময় জাহাজটি উল্টে যায়। 

ফ্লোরিডা এই উপকূলে প্রায়ই নৌকাডুবির ঘটনা ঘটে থাকে। বেশিরভাগ জাহাজ কিউবা এবং হাইতি থেকে অভিবাসী নিয়ে ফ্লোরিডার বিস্তৃত জলরাশি পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করার চেষ্টা করে থাকে।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ