Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

চীনগামী ফ্লাইট স্থগিত করবে যুক্তরাষ্ট্র

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০০:০৭, ২৩ জানুয়ারি ২০২২

চীনগামী ফ্লাইট স্থগিত করবে যুক্তরাষ্ট্র

চীনগামী ৪৪টি ফ্লাইট স্থগিত করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র সরকার। এর আগে করোনার জেরে যুক্তরাষ্ট্রভিত্তিক এয়ারলাইনসগুলোর বেশ কিছু ফ্লাইট বাতিল করে চীন। এরপরই যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এমন সিদ্ধান্তের কথা জানানো হলো। 

যুক্তরাষ্ট্রের পরিবহন বিভাগ জানায়, জিয়ামেন এয়ারলাইনসের লস অ্যাঞ্জেলেস-টু-জিয়েমেন ফ্লাইট স্থগিতের কার্যক্রম শুরু হবে ৩০ জানুয়ারি থেকে। যা অব্যাহত থাকবে ২৯ মার্চ পর্যন্ত। 

তাছাড়া জিয়েমন, এয়ার চায়না, চায়না সাউদার্ন এয়ারলাইনস ও চায়না ইস্টার্ন এয়ারলাইনসের কিছু ফ্লাইট কমিয়ে আনার কথাও জানানো হয়। 

এর আগে গত ৩১ ডিসেম্বরের পর থেকে চীনা কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্রর ইউনাইডেট এয়ারলাইনসের ২০টি, আমেরিকান এয়ারলাইনসের ১০টি এবং ডেল্টা এয়ারলাইনসের ১৪টি ফ্লাইট বাতিল করেছে।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ