
বাংলাদেশে তিন বছরের বেশি সময় কাজ করার পর যুক্তরাষ্ট্রে ফিরে আসলেন আর্ল রবার্ট মিলার। আজ ২১ জানুয়ারি ঢাকা ত্যাগ করেন তিনি। আর্ল রবার্ট মিলার ২০১৮ সালের ১৩ নভেম্বর বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে শপথ নেন।
এর আগে বতসোয়ানা প্রজাতন্ত্রে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন তিনি। এছাড়া যুক্তরাষ্ট্রের কনসাল জেনারেল হিসেবে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গসহ ভারত, ইরাক, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং এল সালভাদরের যুক্তরাষ্ট্র দূতাবাসে কাজ করেছেন মিলার।
১৯৮৭ সালে যুক্তরাষ্ট্রের সিনিয়র ফরেন সার্ভিসের ক্যারিয়ার সদস্য হিসেবে পররাষ্ট্র দপ্তরে যোগ দেন এই কূটনীতিক।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।