
যুক্তরাষ্ট্রে বাংলাদেশি রাষ্ট্রদূত শহীদুল ইসলামের সঙ্গে প্রবাসী হিন্দু কমিউনিটির নেতাদের একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৪ জানুয়ারী ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই সভা অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশে চলমান সংখ্যালঘু নির্যাতন নিয়ে ফলপ্রসু আলোচনা হয়েছে বলে জানা গেছে।
যুক্তরাষ্ট্র প্রবাসী হিন্দু কমিঊনিটির এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আলোচনায় সংখ্যালঘু স্বীকৃতি, সংখ্যালঘুদের নিরাপত্তা, মন্দির ও মুর্তি ভাঙ্গচুর প্রতিরোধ করার জন্য সরকারের কাছে জোরালো দাবী জানানো হয়।
আলোচনায় বক্তাদের মধ্যে ছিলেন- মহুয়া দত্ত, দিলীপ নাথ, বিদ্যুৎ সরকার, দ্বীজেন ভট্টাচার্য, প্রবীর রায়, শীতাংশু গুহ, ভজন সরকার, জগদীন্দ্র চৌধুরী শিবু, শুভ রায়, ভবতোষ মিত্র, প্রানেশ হালদার, প্রিয়তোষ দে, নিত্যানন্দ দাস, নবেন্দু দত্ত এবং রূপ কুমার ভৌমিক।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।