
মিশিগান অঙ্গরাজ্যের গুরুত্বপূর্ণ সিটি ডেট্রয়েট-এর মিউনিসিপ্যাল নির্বাচনে সিটি ওয়াইড এট লার্জ কাউন্সিলম্যান নির্বাচিত হয়েছেন কোলম্যান আলেক্সজেন্ডার ইউং সেকেন্ড। চলতি মাসের প্রথম দিন তিনি শপথ নেন।
প্রথম অফিসায়াল কার্যক্রমে অংশ নেন ১১ জানুয়ারি। এরপর গত ১৪ জানুয়ারি হেমট্রামিক এলাকার রেশমি রেস্টুরেন্টে বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
কমিউনিটি নেতা ডক্টর রাব্বী আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- কাউন্সিলর আলেকজ্যান্ডার ইউং এর মা মিসেস আইভোরি।
এসময় বক্তব্য রাখেন- মিনহাজ রাসেল চৌধুরী, মাহবুব রাব্বী খান, সৈয়দ রায়হান, নাজেল হুদা নাজ, সৈয়দ আলী রেজা, সাংবাদিক রফিকুল হাসান চৌধুরী তুহিন, আজাদ খানসহ আরও অনেকে। পরে আমন্ত্রিত অতিথিরা নৈশভোজে অংশ নেন।
আলেকজান্ডার ইউং তার বক্তব্যে বলেন, আমি যতদিন দায়িত্বে থাকব, ততদিন বাংলাদেশিসহ সব কমিউনিটির কল্যাণে কাজ করে যাব।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।