Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

যুক্তরাষ্ট্রে টানা তৃতীয় দিন শনাক্তের সংখ্যা ৮ লক্ষাধিক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০০:৪২, ১৬ জানুয়ারি ২০২২

যুক্তরাষ্ট্রে টানা তৃতীয় দিন শনাক্তের সংখ্যা ৮ লক্ষাধিক

যুক্তরাষ্ট্রে করোনার সংক্রমণ মারাত্মক আকার ধারণ করেছে। টানা তৃতীয় দিনে আক্রান্তের সংখ্যা ৮ লাখের উপর অবস্থান করছে। গতকাল শুক্রবার আক্রান্তের সংখ্যা ছিল ৮ লাখ ২৭ হাজার ১শ ৩২ জন। আগের দিন বৃহস্পতিবার এই সংখ্যা ছিল ৮লাখ ৫৮ হাজার ৩০৩ জন। 

বুধবার আক্রান্তের এই সংখ্যা ছিল ৮ লাখ ৭৩ হাজার ৬শ ৪৭ জন। অন্যদিকে মৃতের সংখ্যা প্রতিদিন দুই থেকে আড়াই হাজারের মধ্যে ওঠানামা করছে। গতকাল শুক্রবার মারা গেছেন ২ হাজার ৩০৩ জন। আগের দিন বৃহস্পতিবার এই সংখ্যা ছিল ২ হাজার ৩৫৬ জন। 

তবে হতাশার মাঝেও আশা জাগানিয়া খবর হল, যেসব বড় বড় শহরগুলোতে ওমিক্রন ঝেঁকে বসেছিল সেসব শহরে এর প্রকোপ কমার আভাস পাওয়া গেছে। নিউইয়র্ক, নিউজার্সি, ওয়াশিংটন ডিসি, শিকাগো এবং পোয়র্তোরিকোতে ওমিক্রন ভাইরাসের প্রকোপ কমতে শুরু করেছে।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ