
প্রেসিডেন্ট জো বাইডেনের বাধ্যতামূলক ‘টিকা নিন অথবা নিয়মিত টেস্ট করান’ নীতি আটকে দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। ‘বহু মার্কিন নাগরিক দৈনন্দিন জীবনে হয়রানির শিকার হবেন’- এই যুক্তিতে গতকাল বৃহস্পতিবার নীতিটির ওপর স্থগিতাদেশ দেয় আদালত।
সম্প্রতি প্রেসিডেন্ট বাইডেন ঘোষণা করেছিলেন, বড় কোম্পানিগুলোর কর্মীদের টিকা নিতে হবে। আর যারা টিকা নেওয়া থেকে বিরত থাকবেন তাদের সার্বক্ষণিক মাস্ক পরা ও প্রতি সপ্তাহে কোভিড পরীক্ষা করানো বাধ্যতামূলক।
কিন্তু সর্বোচ্চ আদালতের বিচারকরা বলছেন, টিকা বাধ্যতামূলক করার এই পদক্ষেপ বাইডেন প্রশাসনের কর্তৃত্বের সীমা অতিক্রম করেছে। তবে ফেডারেল সরকারের অর্থায়নে পরিচালিত স্বাস্থ্যসেবা কেন্দ্রসমূহের কর্মীদের ক্ষেত্রে টিকা বাধ্যতামূলক নীতিতে আদালত সায় দিয়েছেন।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।