
যুক্তরাষ্ট্রে আগামী ২৪ জানুয়ারী থেকে ইনকাম ট্যাক্স রিটার্ন শুরু হচ্ছে। কোনো জরিমানা ছাড়াই আগামী ১৮ এপ্রিল পর্যন্ত ২০২১ ট্যাক্স বছরের ব্যক্তিগত ট্যাক্স ফাইল করা যাবে। এ বছর আর্নড ইনকাম ও চাইল্ড ট্যাক্স ক্রেডিট বেড়েছে।
আইআরএস-এর বরাত দিয়ে এই তথ্য জানিয়েছেন নিউইয়র্কের জ্যাকসন হাইটসের কর্ণফুলী ট্যাক্স সার্ভিসেস-এর প্রেসিডেন্ট মোহাম্মদ হাসেম। তিনি জানান, এ বছর আর্নড ইনকাম ক্রেডিট বেড়েছে।
অর্থাৎ ২০২১ ট্যাক্স বছরে সন্তানহীনদের ক্ষেত্রে সর্বোচ্চ আর্নড ইনকাম ক্রেডিট প্রদান করা হবে ১৫০২ ডলার, যা ২০২০ ট্যাক্স বছরে ছিল সর্বোচ্চ ৫৩৮ ডলার।
এবার এক সন্তানের ক্ষেত্রে সর্বোচ্চ আর্নড ইনকাম ক্রেডিট প্রদান করা হবে ৩৬১৮ ডলার। ২০২০ ট্যাক্স বছরে এক সন্তানের জন্য সর্বোচ্চ আর্নড ইনকাম ক্রেডিট ছিল ৩৫৮৪ ডলার।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।