
যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের সবশেষ ধরন ওমিক্রন যেভাবে ছড়িয়ে পড়ছে, তাতে সংশ্লিষ্টরা এর নাম দিয়েছেন ‘ওমিক্রন সুনামি’। এবার শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউসি বলেছেন, ওমিক্রন দাবানলের মতো ছড়িয়ে পড়তে পাড়ে।
আর তাতে আক্রান্ত হতে পারে সব আমেরিকান। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিসের ভাইস প্রেসিডেন্ট জে স্টিফেন মরিসনের সঙ্গে কথা বলার সময় এমন মন্তব্য করেছেন তিনি। ফাউসি বলেন, অমিক্রনের সংক্রমণ ক্ষমতা অস্বাভাবিক।
যারা টিকা নিয়েছেন, এমনকি বুস্টার ডোজ নিয়েছেন, তারাও এর সংস্পর্শে আসতে পারেন। তবে কিছু ব্যতিক্রম ছাড়া টিকা নেওয়া যারা আক্রান্ত হবেন, তাদের মধ্যে হাসপাতালে ভর্তি হওয়া কিংবা মারা যাওয়ার আশঙ্কা কম।
ফাউসি বলেন, যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি সরকারের প্রত্যাশা অনুযায়ী এগোয়নি। সংক্রমণ দাবানলের মতো ছড়িয়ে পড়ার এটাও একটা কারণ।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।