Channel786 is a Community News Network

যুক্তরাষ্ট্রে ৪০ বছরের মধ্যে পণ্যমূল্য বৃদ্ধির রেকর্ড

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩:৪১, ১৩ জানুয়ারি ২০২২

যুক্তরাষ্ট্রে ৪০ বছরের মধ্যে পণ্যমূল্য বৃদ্ধির রেকর্ড

যুক্তরাষ্ট্রে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর মূল্য লাফিয়ে লাফিয়ে বাড়ছে। জ্বালানির মূল্যও যথেষ্ট বৃদ্ধি পেয়েছে। তবে খাদ্যদ্রব্যের মূল্য হার বৃদ্ধি পেয়েছে সবচেয়ে বেশি। সাধারণ মানুষ মূল্যবৃদ্ধিও চাপে দিশেহারা হয়ে পড়েছে। 

গত ডিসেম্বর মাসের চেয়ে চলতি জানুয়ারি মাসে নিত্যপ্রয়োজনীয় পন্যের মূল্যসূচক বৃদ্ধি পেয়ে সাড়ে ৭ শতাংশ। নিউইয়র্ক টাইমস অর্থনীতিবিদদের বরাত দিয়ে বলেছে, ১৯৮২ সালের পর এই প্রথম এতো দ্রুততার সঙ্গে মূল্য বৃদ্ধি পাওয়ার প্রবণতা সৃষ্টি হয়েছে। 

সরবরাহ ব্যবস্থাগুলো পূর্ববর্তী মাসগুলোর তুলনায় ডিসেম্বরে অধিক মূল্যে খুচরা বিক্রেতাদের কাছে পন্য সরবরাহ করছে, অতএব খুচরা বিক্রেতাদের উচ্চ মূল্যে পন্য বিক্রয় করা ছাড়া উপায় থাকে না। 

এ অবস্থায় প্রেসিডেন্ট জো বাইডেন এবং তার অর্থনৈতিক নীতিবিদদের জন্য মাথা ব্যথার বড় কারণ হয়ে দাঁড়িয়েছে উচ্চ মূদ্রাস্ফীতি।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ