Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

জাতিসংঘে ভোটাধিকার হারাল ৮ দেশ

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২১:২৩, ১৩ জানুয়ারি ২০২২

জাতিসংঘে ভোটাধিকার হারাল ৮ দেশ

বকেয়া অর্থ পরিশোধ না করায় জাতিসংঘে ৮টি দেশ তাদের ভোটাধিকার হারিয়েছে। ভোটাধিকার হারানো দেশগুলো হলো- ইরান, সুদান, ভেনিজুয়েলা, অ্যান্টিগুয়া, বারমুডা, কঙ্গো, গিনি ও পাপুয়া নিউগিনি। এএফপি এ তথ্য জানিয়েছে।

সাধারণ পরিষদের এক প্রতিবেদনে মঙ্গলবার মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেন, মোট ১১টি দেশ তাদের চাঁদা পরিশোধের ক্ষেত্রে পিছিয়ে পড়েছে। জাতিসংঘ সনদ অনুযায়ী, কোন সদস্য দেশ তাদের বকেয়ার সমান বা বাকির মাত্রা অতিক্রম করলে দেশটির ভোটাধিকার স্থগিত হয়ে যায়। এক্ষেত্রে তাদেরকে আগের দুই বছরের বেশি সময়ের অর্থ পরিশোধ করতে হবে।

তিনি আরও বলেন, তাদের ভোটাধিকার ফেরত পেতে প্রত্যেক দেশকে অবশ্যই সর্বনিম্ন অর্থ পরিশোধ করতে হবে। এক্ষেত্রে, ইরানকে এক কোটি ৮০ লাখ, সুদানকে প্রায় তিন লাখ ও ভেনিজুয়েলাকে চার কোটি ডলার পরিশোধ করতে হবে।

গত বছরও বকেয়া পরিশোধ না করায় ইরান তাদের ভোটাধিকার হারায়। তেহরান জানায়, যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিষেধাজ্ঞার কারণে তারা কোন অর্থ, এমনকি সর্বনিম্ন অর্থও পরিশোধ করবে না।

সংবাদটি শেয়ার করুনঃ