
যুক্তরাষ্ট্রে গতকাল ১০ জানুয়ারি করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ১৩ লাখ ৫০ হাজার মানুষ। মহমারির গত দুই বছরে বিশ্বের কোনো দেশে একদিনে এত বেশি আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার ঘটনা ঘটেনি। এর আগের বিশ্বরেকর্ডটিও অবশ্য যুক্তরাষ্ট্রেরই ছিল।
৭ দিন আগে, গত ৩ জানুয়ারি দেশটিতে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছিলেন ১০ লাখের কিছু বেশি মানুষ। আগের রেকর্ডের জন্য দায়ী ছিল করোনার অতি সংক্রামক ধরন ডেল্টা, আর এবার সর্বোচ্চ দৈনিক সংক্রমণ ঘটল ওমিক্রনের কারণে, যেটি মূল করোনাভাইরাসের চেয়ে ৭০ গুণ বেশি সংক্রামক।
মার্কিন সংবাদমাধ্যমগুলো ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের বর্তমান করোনা পরিস্থিতির নাম দিয়েছে ‘ওমিক্রন সুনামি’।
দৈনিক রেকর্ড সংক্রমণের পাশাপাশি যুক্তরাষ্ট্রে বেড়েছে করোনায় গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের সংখ্যাও। গতকাল সেখানে হাসপাতালে ভর্তি থাকা রোগীর সংখ্যা পৌঁছেছে ১ লাখ ৩৬ হাজার ৬০৪ জনে।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।