Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

ইউক্রেন নিয়ে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে আলোচনা শুরু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০০:০২, ১১ জানুয়ারি ২০২২

ইউক্রেন নিয়ে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে আলোচনা শুরু

ইউক্রেন নিয়ে উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কর্মকর্তারা আলোচনায় বসেছেন। আজ ১০ জানুয়ারি জেনেভায় মিলিত হয়েছেন দুই দেশের প্রতিনিধিরা। আলোচনায় বসে ইউক্রেন সীমান্তে রাশিয়ার সৈন্য সমাবেশের বিষয়ে নিজেদের কঠোর অবস্থান তুলে ধরেছে যুক্তরাষ্ট্র। 

তারা বলছে, সংলাপ বা সংঘাত-এই দুইয়ের মধ্যে যেকোনো একটিকে বেছে নিতে হবে। রাশিয়ার দলটির প্রধান উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ এই আলোচনাকে ‘চমৎকার’ বলে আখ্যায়িত করেছেন। জেনেভায় মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে এই আলোচনা ও নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে। 

রিয়াবকভ বলেন, ‘আলোচনা জটিল ছিল। কিন্তু এটা কাযর্কর হয়েছে। আগামীতে যেসব বিষয় নিয়ে কথা হবে, আমরা তার দিকে দৃষ্টিপাত করেছি। একটা সুন্দর সমাধানের ব্যাপারে আমি কখনো আশা ছাড়ি না।’


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ