Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট যুক্তরাষ্ট্রের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০০:০১, ৮ জানুয়ারি ২০২২

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট যুক্তরাষ্ট্রের

গ্লোবাল পাসপোর্ট ইনডেক্স ২০২২-এ সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট হিসেবে যুক্তরাষ্ট্রের পাসপোর্টকে চিহ্নিত করেছে। 

পর্তুগালভিত্তিক কনসালটেন্সি ফার্ম গ্লোবাল সিটিজেন জানায়, জীবনমাত্রার মান, বিনিয়োগ ও বর্ধিত গতিশীলতার সূচকের ওপর ভিত্তি করে যুক্তরাষ্ট্রের পাসপোর্টকে ২০২২ সালের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট হিসেবে চিহ্নিত করা হয়েছে। 

শক্তি নির্নয়ের জন্য তাঁরা জীবনযাত্রার মানের উপর ২৫ শতাংশ গুরুত্ব, বিনিয়োগ ক্ষেত্রের ওপর ২৫ শতাংশ  ও বর্ধিত গতিশীলতার সূচকের ওপর ৫০ শতাংশ গুরুত্ব দেয়। 

বর্ধিত গতিশীলতা বলতে মূলত ভিসা ছাড়া শুধুমাত্র পাসপোর্ট দিয়ে কয়টি দেশ বা স্থান ভ্রমণ করা যায় তা বোঝায়। মূলত বর্ধিত গতিশীলতার সূচক ব্যবহার করেই পাসপোর্টের শক্তি নির্নয় করা হয়। 

গ্লোবাল পাসপোর্ট ইনডেক্স অনুযায়ী, ২০২২ সালের শীর্ষ ১০ পাসপোর্ট হলো- মার্কিন যুক্তরাষ্ট্র, জার্মানী, কানাডা, নেদারল্যান্ডস, ডেনমার্ক, সুইডেন, যুক্তরাজ্য, ফিনল্যান্ড, নরওয়ে এবং নিউজিল্যান্ড।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ