Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

H, E ও L ভিসা হোল্ডারদের জন্য নতুন নীতিমালা জারি

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিত: ১৮:২২, ৭ জানুয়ারি ২০২২

H, E ও L ভিসা হোল্ডারদের জন্য নতুন নীতিমালা জারি

 ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিস (ইউএসসিআইএস) নির্দিষ্ট H-4, E এবং L অ-অভিবাসী নির্ভর স্বামী/স্ত্রীর জন্য কর্মসংস্থান অনুমোদনের স্বয়ংক্রিয় সম্প্রসারণের সুবিধা প্রদান করে নতুন নীতি জারি করেছে।
এতে উল্লেখ করা হয়, ইউএসসিআইএস পলিসি ম্যানুয়ালের আপডেট অনুসারে ১২ নভেম্বর পর্যন্ত E-1, E-2, E-3, H-4 এবং L-2 নির্ভরশীল স্বামীদের EAD (কর্মসংস্থান অনুমোদন নথি) ১৮০ দিন পর্যন্ত সময়কাল স্বয়ংক্রিয়ভাবে বাড়ানো হবে। যদি বর্তমান EAD মেয়াদ শেষ হওয়ার আগে একই ক্লাসে নির্ভরশীল স্বামী/স্ত্রী সঠিকভাবে তাদের EAD পুনরায় নবায়নের জন্য নিয়োগ অনুমোদনের আবেদন (ফর্ম I-765)) দাখিল করে থাকেন এবং নির্ভরশীল স্বামী/স্ত্রীর মেয়াদ অনুত্তীর্ণ একটি ফর্ম I-94 রয়েছে, যা E, L বা H-4 ডেরিভেটিভ স্ট্যাটাস নির্দেশ করে।
এর আগে কাজের অনুমোদনের এ ধরনের যেকোনো স্বয়ংক্রিয় সম্প্রসারণ স্বয়ংক্রিয়ভাবে শেষ হয়ে যাবে।

সংবাদটি শেয়ার করুনঃ