
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, গতকাল ২ জানুয়ারি রোববার লয়েড অস্টিন তার করোনা শনাক্ত হওয়ার তথ্য জানান।
প্রতিরক্ষামন্ত্রী নিজেই এক বিবৃতিতে জানান, তার উপসর্গ মৃদু। তারপরও আগামী পাঁচ দিন ঘরে কোয়ারেন্টাইনে থাকবেন। তিনি করোনার পূর্ণ ডোজ টিকা নিয়েছেন। এ ছাড়া বুস্টার ডোজও নিয়েছেন, যা তার শরীরে ভাইরাসের সংক্রমণের তীব্রতা অনেক কমিয়ে দিয়েছে।
লয়েড অস্টিন আরও বলেন, বুস্টার ডোজের জন্য যারা যোগ্য, তাদের প্রত্যেককে তা নেওয়ার জন্য উৎসাহিত করে যাবেন।
পেন্টাগনের প্রধান জানান, করোনায় সংক্রমিত হয়ে কোয়ারেন্টাইনে থাকলেও তিনি তার দায়িত্ব পালন করে যাচ্ছেন এবং ভার্চুয়াল মাধ্যমে যথাসম্ভব গুরুত্বপূর্ণ সভা ও আলোচনায় যোগ দেবেন।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।