Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

যুক্তরাষ্ট্রে সামরিক অভ্যুত্থানের আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩:৩৫, ২ জানুয়ারি ২০২২

যুক্তরাষ্ট্রে সামরিক অভ্যুত্থানের আশঙ্কা

আগামী ২০২৪ সালের নির্বাচনের পর যুক্তরাষ্ট্রে সামরিক অভ্যুত্থান হতে পারে বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনীর একজন সাবেক জেনারেল। 

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের পর ফলাফল নিয়ে যদি কোনো রকমের বিতর্ক সৃষ্টি হয় তাহলে দেশে সামরিক অভ্যুত্থান ঘটতে পারে। 

সাবেক মেজর জেনারেল পল মার্কিন গণমাধ্যম এনপিআরকে দেয়া সাক্ষাৎকারে সতর্ক করে বলেছেন, নির্বাচনের পর কে কমান্ডার ইন চিফ হবেন, এ নিয়ে পরস্পরবিরোধী দাবির মুখে সামরিক বাহিনী অস্থিতিশীল হয় উঠতে পারে এবং তারা সামরিক অভ্যুত্থান করতে পারে। 

নির্বাচনের ফলাফল নিয়ে বিতর্ক সৃষ্টি হলে সামরিক বাহিনীর অনেক সদস্য বুঝে উঠতে পারবেন না, তারা কার নির্দেশ অনুসরণ করবেন। 

সঙ্কটটা ঠিক তখনই তৈরি হয়। তিনি জানান, ২০২০ সালের নির্বাচনকে চ্যালেঞ্জ করে যখন ১২৪ জন অবসরপ্রাপ্ত জেনারেল ও অ্যাডমিরাল একটি চিঠিতে সই করেছেন তখন এই সম্ভাবনা জোরদার হয়ে ওঠে।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ