
কোনো মুসলমান হিসেবে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতাবিষয়ক দূত মনোনীত হয়েছেন রাশাদ হোসাইন। সম্প্রতি সিনেটে তার অনুমোদন হয়েছে। এর আগে জুলাইতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন রাশাদকে এই পদের জন্য মনোনয়ন দেন।
তার নিয়োগের বিষয়টি সিনেটে পাস হয় ৮৫-৫ ভোটে। এর আগে রাশাদ অরগানাইজেশন অব ইসলামিক করপোরশেন তথা ওআইসিতে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত, কৌশলগত সন্ত্রাসদমনবিষয়ক বিশেষ দূত এবং বারাক ওবামার প্রশাসনে হোয়াইট হাউস কাউন্সিলের উপসহযোগী ছিলেন।
সিনেটের এমন পদক্ষেপকে স্বাগত জানিয়েছে মুসলিমদের অধিকার নিয়ে কাজ করা যুক্তরাষ্ট্রের বৃহত্তম সংস্থা- দ্য কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশন্স।
সংস্থাটির উপ নির্বাহী পরিচালক অ্যাডওয়ার্ড আহমেদ মিচেল এক বিবৃতিতে বলেছেন, রাশাদের নিয়োগ পাওয়ার দিনটি আমেরিকার মুসলিম ও আমাদের জাতির জন্য ঐতিহাসিক দিন।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।