Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

কলোরাডোয় ভয়াবহ দাবানল, গৃহহীন হাজারো মানুষ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩:৪৮, ৩১ ডিসেম্বর ২০২১

কলোরাডোয় ভয়াবহ দাবানল, গৃহহীন হাজারো মানুষ

কলোরাডোয় ভয়াবহ দাবানল সৃষ্টি হয়েছে। আগুনে পুড়ছে বাড়ি-ঘর এবং ব্যবসা প্রতিষ্ঠান। এতে করে হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। এখনও পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি বলে জানা গেছে। 

রাজ্যটির মেয়র জানিয়েছেন, ভয়াবহ আগুন এখন পর্যন্ত নিয়ন্ত্রণে আনা যায়নি। অগ্নিনির্বাপণ কর্মীরা দিনরাত কাজ করছেন। প্রায় ১৬০ কিলোমিটার জুড়ে আগুন লেগেছে। যার ফলে ওই অঞ্চলের দুই এলাকার মানুষকে সরিয়ে নিতে হয়েছে। 

মেয়রের দেওয়া তথ্য অনুযায়ী, দাবানলের কারণে অন্তত কয়েক হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। অন্তত ৫০০ বাড়িঘর আগুনে পুড়ে গেছে বলে মনে করা হচ্ছে। তবে সংখ্যাটি কয়েকগুণ বাড়তে পারে বলে তিনি জানিয়েছেন। 

যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্য বরাবরই শুষ্ক অঞ্চল বলে পরিচিত। এ বছর সেখানে বৃষ্টি হয়নি বললেই চলে। ফলে আরও বেশি শুষ্ক হয়ে গেছে। এতে ধারণার চেয়েও দ্রæত ছড়িয়ে পড়ছে আগুন।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ