Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

ফাউসির সতর্কতা, বড়দিনে বাড়তে পারে সংক্রমণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩:০২, ২১ ডিসেম্বর ২০২১

ফাউসির সতর্কতা, বড়দিনে বাড়তে পারে সংক্রমণ

শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউসি বলেছেন, বড়দিনের ছুটিতে সাধারণ মানুষ ভ্রমণে বের হলে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের সংক্রমণ বাড়তে পারে। 

গত ১৯ ডিসেম্বর এই সতর্কবার্তা দিয়ে তিনি বলেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, ওমিক্রনের সংক্রমণ ছড়ানোর ক্ষমতা অনেক বেশি। বিশ্বজুড়ে এই ধরনটি একপ্রকার তাণ্ডব চালাচ্ছে। 

ওমিক্রন যদি যুক্তরাষ্ট্রে দ্রুত ছড়াতে শুরু করে, তবে তা দেশজুড়ে বিদ্যমান স্বাস্থ্যব্যবস্থার ওপর ভয়াবহ প্রভাব ফেলবে। হাসপাতালগুলোর ওপর এর প্রভাব পড়তে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। 

ফাউসি বলেন, জনসাধারণকে সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে। মাস্ক ব্যবহার করতে হবে এবং পারস্পরিক দূরত্ব বজায় রাখতে হবে। এ ছাড়া যারা এখনো টিকা ও বুস্টার ডোজ নেননি, তাদের এসব ডোজ নেওয়ার আহ্বান জানান তিনি।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ