
যুক্তরাষ্ট্রে করোনায় মৃতের সংখ্যা ৮ লাখ ছাড়িয়েছে। আর কোনো দেশে এত বেশি মানুষের মৃত্যু হয়নি। এছাড়া দেশটিতে মোট শনাক্তের সংখ্যা ৫ কোটি ছাড়িয়েছে। অপেক্ষাকৃত বয়স্ক বাসিন্দা এবং যারা টিকা গ্রহণ করেননি তাদের মধ্যে হতাহতের সংখ্যা বেশি।
এছাড়া ২০২০ সাল থেকে ২০২১ সালে বেশি মৃত্যু হয়েছে। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রে আবারও মৃতের সংখ্যা বেড়ে গেছে। সর্বশেষ ১ লাখ মৃত্যুর ঘটনা ঘটেছে মাত্র ১১ সপ্তাহে। গত শীতকালীন সংক্রমণের পর এত অল্পসময়ে এত বেশি মৃত্যু দেখা যায়নি।
সর্বপ্রথম ৬৫০ দিন আগে ওয়াশিংটনের সিয়াটলে প্রথম এক ব্যক্তির করোনায় মৃত্যু ঘটেছিল। ফাইজারের টিকা প্রথম অনুমোদনের পর এখন পর্যন্ত মারা গেছেন ৩ লাখ বাসিন্দা।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।