
মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকদের ফ্রান্স, জর্ডান, পর্তুগাল ও তানজানিয়া সফর এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল আ্যন্ড প্রিভেনশন তথা সিডিসি। করোনার সবচেয়ে ভয়ংকর ভ্যারিয়েন্ট ওমিক্রন নিয়ে জরুরি ভিত্তিতে এই আহ্বান জানায় সংস্থাটি।
দক্ষিণ আফ্রিকা থেকে একের পর এক দেশে ছড়িয়ে পড়ায় ৮৩টি দেশকে উচ্চমাত্রার ঝুঁকিপূর্ণ হিসেবে তালিকাভুক্ত করেছে সিডিসি। সবশেষ হালনাগাদ করা এই তালিকায় গতকাল নতুন করে যুক্ত হয়েছে অ্যান্ডোরা, সাইপ্রাস ও লিচটেনস্টেইন।
এ ছাড়া নতুন আইন অনুযায়ী, বিদেশি নাগরিকদের প্রবেশের ক্ষেত্রে করোনা পরীক্ষার নেগেটিভ সনদ দেখানো বাধ্যতামূলক করা হয়েছে।
দেশটিতে প্রবেশের একদিনের ভেতরে এটি যথাযথ কর্তৃপক্ষের কাছে জমা দেয়ার বাধ্যবাধকতা রয়েছে। এর আগে ভাইরাসটি প্রতিরোধক টিকা নেয়া বিদেশীদের ৩ দিনের মধ্যে পরীক্ষার সনদ জমা দেয়ার নিয়ম ছিল।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।