Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

ফোবানার শেষদিনে ছিল অর্থনীতি ও প্রযুক্তিবিষয়ক সেমিনার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১:০০, ১ ডিসেম্বর ২০২১

ফোবানার শেষদিনে ছিল অর্থনীতি ও প্রযুক্তিবিষয়ক সেমিনার

সফলভাবে শেষ হলো ফোবানার তিনদিনব্যাপী ৩৫তম সম্মেলন। এতে বিভিন্ন সাংস্কৃতিক আয়োজন যেমন ছিল, তেমনিভাবে ছিল আলোচনা অনুষ্ঠানও। সম্মেলনের শেষদিন অর্থাৎ গত ২৮ নভেম্বর শিক্ষা, অর্থনীতি ও প্রযুক্তি বিষয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আই গ্লোবাল ইউনিভার্সিটির সম্মানিত চ্যান্সেলর ইঞ্জিনিয়ার আবু বকর হানিপ। এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথিতযশা কয়েকজন শিক্ষাবিদ ও গবেষক এতে অংশ নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেছেন। 

বক্তারা বলেন, বিশ^ যেভাবে প্রযুক্তিনির্ভর হয়ে পড়ছে, তাতে আমাদের আগামী প্রজন্মকে সেভাবে গড়ে তুলতে না পারলে তারা প্রতিযোগিতা থেকে ছিটকে পড়বে। এ ব্যাপারে অভিভাবকদের সচেতনতার কোনো বিকল্প নেই।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ