
গণঅধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়াকে নিউজার্সিতে বসবাসরত বাংলাদেশী কমিউনিটি কর্তৃক সংবর্ধনা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত সভায় প্যাটারসনের তরুণ এবং প্রবীণ বাংলাদেশি প্রবাসীরা উপস্থিত ছিলেন।
সভাটি সঞ্চালনা করেন গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক সামাদ খান। সভায় মার্কিন কংগ্রেসম্যান বিল পাসক্রেল ও প্যাটারসন সিটি মেয়র আন্দ্রে সায়াহ উপস্থিত ছিলেন।
সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সাবেক ভিপি নুরুল হক নুরকে সঙ্গে নিয়ে ‘গণঅধিকার পরিষদ’ নামে নতুন রাজনৈতিক দল গড়েন রেজা কিবরিয়া। নতুন এ দলের আহবায়ক তিনি।
আওয়ামী লীগ সরকারের সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া। অক্সফোর্ডে উচ্চশিক্ষা নেওয়া রেজা কিবরিয়া ২০১৮ সালে আইএমএফের চাকরি ছেড়ে বাংলাদেশে ফিরে যান।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।