Channel786 is a Community News Network

শতদলের বিশেষ পরিবেশনা ‘চেতনায় নজরুল’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০০:২৭, ৩০ নভেম্বর ২০২১

শতদলের বিশেষ পরিবেশনা ‘চেতনায় নজরুল’

বিভিন্ন অনুষ্ঠানে ঠাসা ছিল সদ্য সমাপ্ত ফোবানা ৩৫তম সম্মেলন। এর মধ্যেও শতদল সামাজিক-সাংস্কৃতিক সংগঠন কর্তৃক পরিবেশিত ‘চেতনায় নজরুল’ অনুষ্ঠানটি আলাদাভবে দর্শকদের নজর কাড়তে সক্ষত হয়েছে। 

অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া এবং সেখানেই বেড়ে ওঠা নায়লা কবির। বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গানের তালে নৃত্য পরিবেশন করেন তিনি। এরপর চমৎকার সুরে কবি নজরুলের গানও পরিবেশন করেন তিনি। 

এছাড়া আবৃত্তি ও কিছু কথা কথা নিয়ে অনুষ্ঠানটি সাজিয়েছেন শতদল সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রেসিডেন্ট কবির কিরণ। অনুষ্ঠানে পরবর্তী বছরের জন্য সংগঠনটির কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ