Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

ফোবানার ইতিহাসে এই প্রথম মুক্তিযোদ্ধা সম্মাননা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০০:১৯, ২৯ নভেম্বর ২০২১

ফোবানার ইতিহাসে এই প্রথম মুক্তিযোদ্ধা সম্মাননা

৩৪ বছরের ফোবানার ইতিহাসে এই প্রথম বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের আনুষ্ঠানিকভাবে সম্মান জানালো হলো। সম্মেলনের প্রথম দিনে মুক্তিযোদ্ধাদের এই সম্মাননা জানানো হয়। তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। 

মন্ত্রী নিজেও একজন বীর মুক্তিযোদ্ধা হওয়ায় ফোবানার পক্ষ থেকে তাকে মেডেল পরিয়ে সম্মানিত করেন সংগঠনটির সাবেক চেয়ারম্যান এবং একুশে পদকপ্রাপ্ত লেখক ড. নুরুন্নবী। 

বিপুল করতালির মধ্য দিয়ে বিশেষ এই পর্বকে বরণ করে নেন দর্শকরা। এটি সঞ্চালনা করেছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাবেক সেক্রেটারি শামীম চৌধুরী। 

সম্মাননা স্মারক প্রদানের পর প্রত্যেক মুক্তিযোদ্ধাকে উত্তরীয় পরিয়ে দিন মন্ত্রী মোজাম্মেল হক। সম্মাননাপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে ছিলেন- লাবলু আনসার, রাশেদ আহমেদ, হারুন অর রশীদ এবং ড. নুরুন্নবী।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ