Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

উৎসব আর উচ্ছ্বাসে কাটলো ফোবানা সম্মেলনের প্রথম দিন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০০:০১, ২৮ নভেম্বর ২০২১

আপডেট: ০০:০২, ২৮ নভেম্বর ২০২১

উৎসব আর উচ্ছ্বাসে কাটলো ফোবানা সম্মেলনের প্রথম দিন

উত্তর আমেরিকার প্রবাসী বাংলাদেশিদের উচ্ছ্বাসের মধ্য দিয়ে কাটলো তিনদিনব্যাপী ফোবানা ৩৫তম সম্মেলনের প্রথম দিন। ৩৪ বছর আগে যেখান থেকে ফোবানার যাত্রা শুরু হয়েছিল সেই ওয়াশিংটনের গ্যালোর্ড কনভেনশন সেন্টারে গতকাল ৩৫তম সম্মেলনের উদ্বোধন করা হয়। 

বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এ কে এম মোজাম্মেল হক সম্মেলনের উদ্বোধন করেন। এ সময় ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহীদুল ইসলাম, জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, জর্জিয়া স্টেটের সিনেটর শেখ রহমান উপস্থিত ছিলেন।

উপস্থিত ছিলেন- আই গ্লোবাল ইউনিভার্সিটির চ্যান্সেলর ইঞ্জিনিয়ার আবুবকর হানিফ, ফোবানার নির্বাহী কমিটির চেয়ারপার্সন জাকারিয়া চৌধুরী, ফোবানার অন্যতম প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা ড. নুরুননবী, ফোবানার প্রধান নির্বাচন কমিশনার মাহবুব রেজা রহিম, ফোবানার সাবেক চেয়ারম্যান রেহান রেজাসহ আরও অনেকে।

ফোবানার হোস্ট কমিটির সদস্য সচিব শিব্বির আহমেদের সঞ্চালনায় উদ্বোধনী বক্তব্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, দেশের সম্মান এবং ভাবমূর্তি উজ্জল করতে প্রবাসীদের ভূমিকা সব সময় আমরা গভীর কৃতজ্ঞতার সাথে স্মরণ করি। আপনাদের প্রেরিত রেমিটেন্সেই গড়ে উঠেছে বাংলাদেশের শক্ত অর্থনীতি। 

মার্কিন রাজনীতিতে জোরালোভাবে সম্পৃক্ত হবার উদাত্ত আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ফোবানা তেমন একটি প্ল্যাটফর্মে পরিণত হবে বলে আশা করছি। 

সমগ্র অনুষ্ঠানের সমন্বয় করছেন হোস্ট কমিটির কনভেনর জি আই রাসেল, কোষাধ্যক্ষ ড. ফাইজুল ইসলাম, প্রেসিডেন্ট ইনারা ইসলাম প্রমুখ। ক্যালিফোর্নিয়া, আরিজোনা, টেক্সাস, ফ্লোরিডা, জর্জিয়া, মিশিগান, শিকাগো, পেনসলিভেনিয়া, নিউজার্সি, নিউইয়র্কসহ বিভিন্ন স্টেটের নেতৃবৃন্দ অংশ নিয়েছেন এই সম্মেলনে। 

উদ্বোধনী দিনে ফোবানার মিউজিক আইডলে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন সাবেক কংগ্রেসম্যান জিম ব্যাংক। এ সময় শিশুদের পরিবেশনায় সকলে মুগ্ধ হন। 

উদ্বোধনী আমেজে অতিথি শিল্পীরাও বেশ কটি জনপ্রিয় সঙ্গীত পরিবেশন করেন। সম্মেলনের মূল মিলনায়তনের বাইরে বিভিন্ন পণ্য-সামগ্রির স্টল ছাড়াও পরিবর্তিত বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার তথ্য-কেন্দ্র দেখা যায়।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ