Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

যুক্তরাষ্ট্রে একদিনের ব্যবধানে মৃতের সংখ্যা দ্বিগুণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:১৯, ২৪ নভেম্বর ২০২১

যুক্তরাষ্ট্রে একদিনের ব্যবধানে মৃতের সংখ্যা দ্বিগুণ

যুক্তরাষ্ট্রে গত সোমবার করোনায় মৃতের সংখ্যা ছিল ৫৫৩ জন। গতকাল মঙ্গলবার এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৩৭ জনে। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃতের সংখ্যা বেড়েছে ৬৮৪ জন। এভাবে আক্রান্তের সংখ্যাও বাড়ছে। 

সোমবার আক্রান্তের সংখ্যা ছিল ৭৪ হাজার ১৭৯। মঙ্গলবার এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৬ হাজার ১৬ জনে। একদিনের ব্যবধানে আক্রান্তের সংখ্যা বেড়েছে ১২ হাজারেরও বেশি। বিশেষজ্ঞরা বলছেন, থ্যাংকস গিভিংয়ে নাগরিকদের ভ্রমণের পর মৃত ও আক্রান্তের সংখ্যা ব্যাপকহারে বাড়তে পারে। 

কারণ যুক্তরাষ্ট্রের ৮২ মিলিয়ন মানুষ এখনও ভ্যাকসিন নেয়নি। যদিও সিডিসি থ্যাংকস গিভিংয়ে ভ্রমণের ওপর গত বছরের মত এ বছরও কোন নিষেধাজ্ঞা জারি করেনি। তবে কর্তৃপক্ষ সবাইকে সতর্ক থাকতে বলেছে। 

এক জরিপ থেকে জানা গেছে, শতকরা ৬৭ ভাগ মানুষ এই দিনটিতে ভ্রমনের কথা জানিয়েছেন। এই সংখ্যার শতকরা ৭৩ ভাগ রিপাবলিকান, সাধারণ মানুষ শতকরা ৭০ ভাগ ও শতকরা ৬৩ ভাগ ডেমোক্রেট।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ