Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

টেক্সাসের ডালাসে পুরস্কৃত হলেন তিন কীর্তিমান বাঙালি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৩৫, ২৪ অক্টোবর ২০২১

টেক্সাসের ডালাসে পুরস্কৃত হলেন তিন কীর্তিমান বাঙালি

টেক্সাসের ডালাসে বেশ জাকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়ে গেল ‘ডালাস বাংলা উৎসব’। গত ১৬ অক্টোবর শনিবার সন্ধ্যায় এটি অনুষ্ঠিত হয় ডালাসের আর্ভিং আর্ট সেন্টারে। গান, কবিতা আর নাচের পারফর্মেন্সে অনুষ্ঠানটি রূপ নেয় অন্যরকম এক আবহে।

অনুষ্ঠানের মূল আকর্ষণ হিসেবে পুরস্কৃত করা হয় কীর্তিমান তিন বাঙালিকে। মঞ্চে উপস্থিত হয়ে পুরস্কার গ্রহণ করেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা ও বিশিষ্ট রবীন্দ্র সঙ্গীত শিল্পী কাদেরী কিবরিয়া এবং বিশিষ্ট কবি কাজী জহিরুল ইসলাম। 

তবে একুশে পদক বিজয়ী লেখক ও মুক্তিযোদ্ধা ড. নুরুন নবী উপস্থিত হতে না পারায়, তার পক্ষে পুরস্কারটি গ্রহণ করেন জালাল আহমেদ। 

ডালাসের স্থানীর বাঙালি শিল্পীরা অসাধারণ গান করেন এবং কবিতা আবৃত্তি করেন। ফারহানা হোসেন লিপি, মাফিয়া রহমান, লিমন রশিদ ও নাসরীন রেজার গানের পাশাপাশি পল্লি কবি জসীম উদদীনের ‘নিমন্ত্রণ’ কবিতাটি আবৃত্তি করেন সাবিরা কেয়া।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ