Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

যুক্তরাষ্ট্রের পথে কয়েক হাজার অভিবাসনপ্রত্যাশী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:২৬, ২৪ অক্টোবর ২০২১

যুক্তরাষ্ট্রের পথে কয়েক হাজার অভিবাসনপ্রত্যাশী

দুই হাজারের বেশি অভিবাসনপ্রত্যাশী ও আশ্রয়প্রার্থী দক্ষিণ মেক্সিকোর একটি শহর থেকে যুক্তরাষ্ট্রের সীমান্তের দিকে যাত্রা শুরু করেছেন। তারা সবাই মূলত মধ্য আমেরিকার দেশগুলো নাগরিক। শহরটিতে তারা অনেক দিন ধরে আটকা পড়েছিলেন। 

তারা যুক্তরাষ্ট্রের সীমান্তের দিকে অগ্রসর হচ্ছেন। তবে পুলিশ তাদের গতিপথে বাধা তৈরি করে থামিয়ে দেওয়ার চেষ্টা করছে। এক পর্যায়ে তাদের সঙ্গে পুলিশের ধাক্কাধাক্কিও হয়। তবে শেষ পর্যন্ত তাদের গতিপথ থামাতে পারেনি পুলিশ। 

হন্ডুরাস, এল সালভাদর এবং হাইতি থেকে কয়েক হাজার অভিবাসনপ্রত্যাশী কাগজপত্রের জন্য মেক্সিকোর দক্ষিণের তাপাচুলা নামক শহরে অপেক্ষা করছেন। কাগজ হাতে পেলে তারা অন্য কোথাও ভ্রমণের সুযোগ পেতে পারেন। 

কিন্তু সে প্রক্রিয়া বিলম্বিত হওয়ায় তার ক্লান্ত হয়ে পড়েছেন। পুলিশ, অভিবাসন এজেন্ট এবং ন্যাশনাল গার্ড চলতি বছরের শুরুতে অভিবাসনপ্রত্যাশীদের একই রকমের একটি প্রচেষ্টা ভেঙে দিয়েছে।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ