Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে ১৭ লাখ অভিবাসী আটক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩:২২, ২৩ অক্টোবর ২০২১

যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে ১৭ লাখ অভিবাসী আটক

যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্ত থেকে গত এক বছরে রেকর্ড সংখ্যক অভিবাসনপ্রত্যাশীকে আটক করেছে যুক্তরাষ্ট্রের সীমান্তরক্ষী বাহিনী। ওয়াশিংটন জানিয়েছে, এই সংখ্যা ১৭ লাখেরও বেশি হবে। এর মধ্যে ১৬০টিরও বেশি দেশের নাগরিকরা রয়েছেন। 

আজ ২৩ অক্টোবর বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানায়। যুক্তরাষ্ট্রের কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশনের তথ্য অনুসারে, এসব অভিবাসীর মধ্যে ১০ লাখের বেশি লোককে মেক্সিকোতে অথবা নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। 

এদিকে, অভিবাসন নীতির ফলে জনমত জরিপে প্রেসিডেন্ট জো বাইডেনের জনপ্রিয়তায় ভাটা পড়েছে। চলতি অক্টোবর মাসের শুরুর দিকে অ্যাসোসিয়েটেড প্রেস এবং এনওআরসি সেন্টার ফর পাবলিক অ্যাফেয়ার্স রিসার্চ-এর সমীক্ষায় দেখা গেছে, মাত্র ৩৫ শতাংশ আমেরিকান বাইডেন প্রশাসনের অভিবাসন নীতিকে সমর্থন করেন।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ