Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

কাবুল থেকে মিত্রদের প্রত্যাহারে সম্মত জনসন-বাইডেন

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৯:৫২, ২৪ আগস্ট ২০২১

কাবুল থেকে মিত্রদের প্রত্যাহারে সম্মত জনসন-বাইডেন

আফগানিস্তান ত্যাগে সক্ষম সবাইকে সরিয়ে নেওয়া নিশ্চিতে সম্মত হয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, প্রাথমিক পর্যায় শেষ হওয়ার পরও অন্যদের সরানোর কাজ চলবে।

কাবুল থেকে নিজেদের নাগরিক ও মিত্রদের সরিয়ে নেওয়া নিয়ে তৈরি হওয়া জটিলতা নিয়ে টেলিফোনে আলাপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।

 

ডাউনিং স্ট্রিট মুখপাত্র জানান, আফগানিস্তানে অর্জিত অগ্রগতির সুরক্ষায় কূটনৈতিক তৎপরতা সংহত করা এবং মানবিক সংকট রোধের উপর গুরুত্ব দিয়েছেন বাইডেন ও জনসন।

 

ব্রিটিশ মুখপাত্র বলেন, ‘তারা জি-৭ ও জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মাধ্যমে পরিস্থিতি স্থিতিশীল করতে, আফগান জনগণকে সহায়তা করতে এবং একটি প্রতিনিধিত্বশীল আফগান সরকার গঠনে কাজ করতে আন্তর্জাতিক পদক্ষেপ চালাতে প্রতিশ্রুতিবদ্ধ।’


 চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ