
টেনেসের আকস্মিক বন্যায় এখন পর্যন্ত ২২ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া এখনো নিখোঁজ রয়েছে কয়েক ডজন।
হাম্পরেইস কাউন্টির প্রত্যন্ত অঞ্চল ওয়েস্ট ন্যাশভ্যালিতে ৫০ জনের খোঁজে অভিযান অব্যাহত রেখেছে উদ্ধারকর্মীরা।
শনিবার (২১ আগস্ট) এই অঞ্চলের ইতিহাসের অন্যতম ভয়াবহ বন্যা শুরু হয়। এতে রাস্তাঘাট পুরোপুরি ডুবে যায় এবং পাওয়ার লাইন বিচ্যুত হয়ে যায়।
ইমার্জেন্সি ওয়ার্কাররা অধিক ক্ষতিগ্রস্ত অঞ্চলের দ্বারে দ্বারে যেয়ে উদ্ধার অভিযান চালিয়েছে। বেশিরভাগ বাড়িঘর বন্যার তোড়ে ভেসে যাওয়ায় উদ্ধার অভিযান ব্যহত হচ্ছে।
হাম্পরেইস কাউন্টির ইমার্জেন্সি সেন্টারে নোটিশ বোর্ডে নিখোঁজদের নামের তালিকা লিপিবদ্ধ রাখা হয়েছে।
যারা নিখোঁজ রয়েছেন, তাদের স্বজনেরা খোঁজ পেতে কাউন্টির ফেসবুক পেইজে উৎকন্ঠার সাথে নজর রাখছে।
নিখোঁজদের বেশিরভাগের আবাস ওয়াভেরলি শহরে। রাজ্যের গভর্নর বিল লি শনিবার স্থানটি পরিদর্শন করেন।
তিনি বলেন, 'প্রানহানি ও স্থাবর সম্পত্তির ব্যাপক বিনাশ ঘটেছে। যারা ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন, আমরা তাদের পাশে আছি'।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।