যুক্তরাষ্ট্রের টেনেসে অঙ্গরাজ্যে আকস্মিক বন্যায় ১০ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ২টি শিশুও রয়েছে। বন্যায় নিখোঁজ রয়েছে অন্তত আরো ৩০ জন।
শনিবার (২১ আগস্ট) হাম্পরেইস কাউন্টি শেরিফ ক্রিস ডেভিস বিষয়টি নিশ্চিত করেছেন।
কাউন্টি শেরিফ আরো জানান, দুইটি জমজ শিশু তাদের পিতার কাছ থেকে বন্যার পানিতে ভেসে যায়। পরে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
ডেভিস বাসিন্দাদের জরুরি প্রয়োজন ছাড়া রাত ৮টার পর একদমই ভ্রমণ করতে নিষেধ করেছেন। এছাড়া শনিবার কারফিউ জারি রাখা হয়। কাউন্টির ৭০ মাইল পশ্চিমে বন্যা সতর্কতা জারি করা হয়েছে।
বন্যার্তদের পানি থেকে উদ্ধারে দ্য টেনেসে ন্যাশনাল গার্ড কাজ করে যাচ্ছে।
দ্য টেনেসে ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি এক বিবৃতিতে জানায়, 'প্রচণ্ড বৃষ্টিপাতে মধ্য টেনেসেতে বন্যা হয়েছে। বন্যা পরিস্থিতি বিপদজনক ও পরিবর্তন হচ্ছে'।
দ্য ন্যাশনাল ওয়েদার সার্ভিস তিন ইঞ্চি বৃষ্টিপাত হবে বলে জানিয়েছেন। কর্তৃপক্ষ বাসিন্দাদের সতর্ক করে দিয়ে বলেন, 'প্রয়োজন ছাড়া আজ রাতে কেউ বাইরে বের হবেন না, রাতের বন্যা খুবই বিপদজনক'।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।