এবার সাইবার হামলার শিকার হয়েছে দ্য ইউএস স্টেট ডিপার্টমেন্ট। ডিপার্টমেন্ট অব ডিফেন্স সাইবার কমান্ড ইতোমধ্যে সম্ভাব্য 'গুরুতর ক্ষতির' বিষয়ে অবহিত হয়।
শনিবার (২১ আগস্ট) স্টেট ডিপার্টমেন্টের সাথে সংশ্লিষ্ট এক সূত্র গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছে।
তবে সূত্র জানায়, স্টেট ডিপার্টমেন্টের কার্যক্রম তেমন ব্যহত হয়নি বা কোনো স্থগিত হয়ে যায়নি।
ধারণা করা হচ্ছে, প্রায় এক সপ্তাহ আগে এই সাইবার হামলার ঘটনা ঘটেছে। তবে কখন বিষয়টি কর্তৃপক্ষের নজরে এসেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। আর এখনো কোনো সম্ভাব্য ঝুঁকি রয়েছে কী না বা কার্যক্রম স্থগিত হওয়ার ঘোষণা আছে কী না, তা জানা যায়নি।
সূত্রটি আরো জানায়, এই সাইবার হামলায় আমেরিকান ও আফগানিস্তানের বাসিন্দাদের উদ্ধার কার্যক্রম ব্যহত হয়নি। তবে ডিপার্টমেন্ট তাদের তথ্য সুরক্ষিত রাখতে ও কোনোভাবেই কোনো গোপনীয় তথ্য যেনো জনসম্মুখে না আসে, তা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে৷
সূত্রটি জানায়, নিরাপত্তার খাতিরে সাইবার হামলা সম্পর্কিত কিছু জনসম্মুখে আলোচনা করা যাবে না।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।